নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতির স্বাভাবিক হওয়ার পর সরকার যখন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবে তখন গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। আর যোগ্য শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে ৫০০ টাকার মাধ্যমে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, আজকের বৈঠকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রথমবার শিক্ষার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন। তবে দ্বিতীয় ধাপের আবেদন করতে ৫০০ টাকা লাগবে।
Discussion about this post