নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিকের ‘বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা’র (স্লিপ) প্রথম কিস্তির অর্থ ব্যয়ের হিসাব দিতে হবে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে। বৃহস্পতিবার (৪ ফেব্রুযারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।
অফিস আদেশে বলা হয়েছে, গত বছরের ২৭ সেপ্টেম্বরের স্মারক মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্লিপ কার্যক্রম’ এর ব্যয় নির্বাহের জন্য কক্সবাজার ছাড়া দেশের ৬৩ জেলার সকল উপজেলা/থানা শিক্ষা অফিসারের অনুকূলে প্রথম কিস্তির অর্থ ছাড় করা হয়েছে।
কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনও কোনও উপজেলায় এখনও এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হয়নি। ওই খাতের অর্থে কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা রয়েছে। স্লিপ গাইডলাইন অনুযায়ী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতোপূর্বে পাঠানো হয়েছে।
এমতাবস্থায় ওই খাতের অর্থ ব্যয়ের হিসাব বিবরণীসহ আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ছকে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর হার্ড কপি এবং সফট কপি (slipcslldpepedp4@gmail.com) পাঠানোর অনুরোধ করা হলো।
Discussion about this post