নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির পূর্বনির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য শিক্ষা) ডা. আহসান হাবীব নিশ্চিত করে বলেন, আগামী ২ এপ্রিল এমবিবিএস এবং ৩০ এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য আগামী ১১ ফেব্রুয়ারি থেকে এমবিবিএস কোর্সের আবেদন প্রক্রিয়া শুরু হবে। ১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আর বিডিএস কোর্সের আবেদন শুরু হবে ২৭ মার্চ থেকে। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ী, অনলাইনের মাধ্যমে আগামী ২৭ মার্চ থেকে শুরু হয়ে ডেন্টাল ভর্তি আবেদন চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। এরপর প্রবেশপত্র প্রদান, সিট প্ল্যান প্রণয়নসহ নানান কার্যক্রম শেষ করে আগামী ৩০ এপ্রিল সকাল ১০টায় বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post