নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড়ে অবস্থিত বিথম কলেজ অব প্রফেশনালস ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট এবং আই টি বিষয়ে আন্তর্জাতিক মানের ডিপ্লোমা ও বিএসসি কোর্স পরিচালনা করে আসছে সুনামের সাথে।
করোনার স্থবিরতা কাটিয়ে আবারও সচল হয়ে উঠেছে বিথম কলেজ প্রাংগন। আসন্ন সেমিস্টারে ভর্তি উপলক্ষে আসছে ১৩ ফেব্রæয়ারী শনিবার বিথম কলেজ ‘ওপেন ডে এন্ড স্পট এডমিশন’ ঘোষণা করেছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিথম ক্যাম্পাসে এই ভর্তি উৎসবে যে কোন কোর্সে ভর্তি হলেই শিক্ষার্থী একটি ল্যাপটপ উপহার পাবেন,কোন শর্ত ছাড়া। সাথে রয়েছে বিভিন্ন মাত্রার স্কলারশীপ। এসএসসি ও এইচএসসি-তে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তরা পাবেন ১০০% স্কলারশীপ, শুধু জিপিএ-৫ পেয়েছেন যারা তারা পাবেন ৭৫% স্কলারশীপ আর জিপিএ-৪.৫ পেয়েছেন যারা তারা পাবেন ৫০% স্কলারশীপ। এছাড়াও দর্শনার্থীরা তাদের ক্যারিয়ার বিষয়ে নানা পরামর্শ নিতে পারবেন শিক্ষক ও অভিজ্ঞজনদের কাছ থেকে।
এ প্রসংগে কলেজ অধ্যক্ষ জাকের হোসেন বলেন, করোনার কঠিন বাস্তবতার নিরিখে সরকার এইচএসসি ফলাফল প্রকাশ করে লাখো শিক্ষার্থীর মনে স্বস্তি এনে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমরাও চাই যোগ্যতা অনুসারে তরুণ এই প্রজন্ম কর্মক্ষেত্রে বাস্তবধর্মী ক্যারিয়ারের দিকে আত্মবিশ^াসের সাথে এগিয়ে যাক।
উল্লেখ্য এখানকার কোর্স কারিকুলাম,সিলেবাস ও কোর্স মেটেরিয়ালস সবকিছুই OTHM. UK কর্তৃক সরবরাহকৃত। প্রশিক্ষকগণের মধ্যে রয়েছেন বৃটিশ ডিগ্রীধারী বিশেষজ্ঞ এবং সরকারী ও বেসরকারী বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সুপরিসর ও সজ্জিত ক্লাসরুম, কম্পিউটার ল্যাব ,সমৃদ্ধ পাঠাগার, ব্যবহারিক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের নিবিড় শিক্ষণ নিশ্চিত করা হয়েছে।প্রশিক্ষণ শেষে প্রত্যেক সফল প্রশিক্ষণার্থীকে OTHM. UK কর্তৃক অনুমোদিত সনদপত্র প্রদান করা হবে। বিথম কলেজ থেকে ইতোমধ্যে বিভিন্ন কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশ ও বিদেশের খ্যাতিমান ফাইভ স্টার মানের হোটেলে সম্মানজনক পদে চাকুরী করছে।
বিস্তারিত জানতে আর.আই টাওয়ার(৫ম তলা), এম.এম.আলী রোড,মেহেদীবাগ এই ঠিকানায়, ০১৭৩০-৫৯৮৭০০ নম্বরে ফোন বা www.bithm.org সাইটে লগইন করতে অনুরোধ জানানো হয়েছে।
Discussion about this post