শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোভিড-১৯-এর প্রথম টিকা নিয়েছেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। শনিবার (৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রেশন করার পর আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৪০মিনিটে টিকা নেন তিনি।
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ জানিয়েছেন, রাহধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড সেন্টার থেকে তিনি টিকা গ্রহণ করেছেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এছাড়া সুন্দর পারিবেশে সুশৃংখলভাবে টিকাদান কার্যক্রে পরিচালনার জন্যে ড. মুহাম্মদ সামাদ কতৃর্পক্ষকেও ধন্যবাদ জানান। আজ থেকে সারাদেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে টিকা গ্রহণ করলেন তিনি।
Discussion about this post