নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার পুরনো স্থাপনাগুলো অক্ষত রেখে নতুন নকশা প্রকাশ করা হয়েছে। যদিও এই নকশা এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। তবে মার্চের প্রথম সপ্তাহে এই নকশা চূড়ান্ত অনুমোদন পেতে পারে বলে জানা গেছে।
নতুন নকশা অনুযায়ী টিএসসির পরিত্যক্ত সুইমিং পুল ভেঙে সেখানে ১০তলা বিশিষ্ট একটি কমপ্লেক্স করার পরিকল্পনা করা হয়েছে। আর অডিটোরিয়াম কিছুটা বড় করার পরিকল্পনা করা হয়েছে। তবে নতুন নকশায় টিএসসির মাঠ পূর্বের মতোই রাখা হয়েছে।
জানা গেছে, শিক্ষার্থী ও বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে টিএসসির পুরনো স্ট্রাকচার ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত থেকে সরে আসে ঢাবি প্রশাসন। টিএসসির নতুন স্ট্রাকচার অনু্যায়ী পুরনো স্থাপনাগুলো অক্ষত থাকবে। বর্তমানে টিএসসির পরিত্যক্ত সুইমিং পুলের স্থানে নতুন স্থাপনাগুলো তৈরি করা হবে। সেখানেই নান্দনিক আর্কিটেকচারাল ভিউকে প্রাধান্য দিয়ে ১০তলা বিল্ডিং করা হবে। চলতি মাসের মধ্যেই গণপূর্ত বিভাগ থেকে এই নকশার চূড়ান্ত অনুমোদন পেলে নির্মাণ কাজ শুরু করা হতে পারে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রবিবার (৭ ফেব্রুয়ারি)গণমাধ্যমকে বলেন, সম্প্রতি গণপূর্ত ভবনের কর্মকর্তাদের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছে। সেখানে তারা যে নকশা দিয়েছিল সেটি আমরা কিছু সংস্কার করতে বলেছিলাম। নতুন নকশায় যেন শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রতিফলন থাকে সেদিকে নজর দিতে বলেছিলাম। আশা করছি মার্চের প্রথম সপ্তাহের মধ্যে টিএসসির নতুন নকশার চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। এরপর টিএসসির সংস্কার শুরু হবে।
Discussion about this post