শিক্ষার আলো ডেস্ক
এইচএসসির ফলাফলে ন্যূনতম স্কোর করা সত্ত্বেও ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ নাও পেতে পারেন কয়েক লাখ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এক সভা করেছেন। সেখান থেকে এমন সিদ্ধান্ত এসেছে।
তবে সিদ্ধান্তটি বির্তর্কিত দাবি করে তা বাতিলের দাবি জানিয়েছেন ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা। রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি তোলা হয়। এসময় তারা ‘গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি, বাতিল চাই, বাতিল চাই’ বলে স্লোগান দেন।
আন্দোলনকারীরা জানান, ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় মাত্র ৪ লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে বলে সম্প্রতি এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা একটি বির্তকিত সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তের বাতিল চাই। প্রয়োজনে শিফট ভিত্তিক ভর্তি পরীক্ষা নিয়ে সবাইকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হোক।
বৃহস্পতিবারের সভায় সিদ্ধান্ত হয় যে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের আগে পরীক্ষার জন্য আবেদন করতে হবে। সেই আবেদন থেকে যাচাই-বাছাই করা নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকেই ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে।
অর্থাৎ যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু আবেদন করলেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ এবার থাকছে না।
Discussion about this post