শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বন্ধ আবাসিক হলে থাকছিলেন ২৩ শিক্ষার্থী। তল্লাশি চালিয়ে তাদের পরিচয়পত্র জব্দ করেন চবি কর্তৃপক্ষ।
সোমবার ভোর থেকে সকালে ৮টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় ছাত্রদের পাঁচটি হলে দুই ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়। এ সময় দুটি আবাসিক হলে অবৈধভাবে অবস্থান করা ২৩ শিক্ষার্থীর সন্ধান পায় প্রক্টরিয়াল বডি।
পরে তাদের পরিচয়পত্র জব্দ করে প্রক্টর অফিসে যোগাযোগ করতে বলা হয়। অভিযান চালানো পাঁচটি আবাসিক হল হলো-শাহজালাল হল, শাহ আমানত হল, স্যার এএফ রহমান হল, আলাওল হল ও সোহরাওয়ার্দী হল।
Discussion about this post