নিজস্ব প্রতিবেদক
আগামী ৭ মার্চ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। অনলাইনের মাধ্যমে প্রাথমিক এ আবেদন চলবে ১৮ মার্চ পর্যন্ত।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার প্রাথমিক আবেদন করা সব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তিন ইউনিট থেকে চূড়ান্তভাবে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
সভা শেষে উপাচার্য জানান, অনলাইনে প্রাথমিক আবেদন মার্চের ৭ থেকে ১৮ তারিখ পর্যন্ত। এরপর বাছাই শেষে চূড়ান্ত আবেদন মার্চের ২৩ থেকে ৩১ তারিখ পর্যন্ত। এবার তিন ইউনিটে (এ, বি ও সি) ৪৫ হাজার করে মোট পরীক্ষা দিতে পারবে ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী।
Discussion about this post