নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘কী পারফরম্যান্স সূচক (কেপিআই) এবং স্বীকৃতি পাওয়ার উপায়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি)।
অনুষ্ঠিত কর্মশালায় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া অন্যান্যদের মধ্যে সকল দপ্তরের প্রধান, অতিরিক্ত পরিচালক, অতিরিক্ত রেজিস্ট্রারগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সবাই আন্তরিক ভাবে কাজ করতে হবে। নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। সীমাবদ্ধতার মধ্যে থেকেও আমরা আরো এগিয়ে যাবো। স্বচ্ছ জবাবদীহিতার মাধ্যমে আমাদের কাজ করতে হবে। সরকারের টাকা এটা সরকারের না এটা জনগণের টাকা এর সৎব্যবহার করতে হবে।
তিনি আরো বলেন, সকলের প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিতে হবে। আগামী বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে নিজেকে প্রস্তুত করতে হবে। এই কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান বিশ্বমানের মানবসম্পদ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। কেবল সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা বিশ্ববিদ্যালয়টিকে আরো সামনে অগ্রসর করতে পারবো।
Discussion about this post