নিজস্ব প্রতিবেদক
আধুনিক প্রযুক্তি ডিজিটাল ড্রোন সার্ভের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের প্রায় ২০০ একর জমির জরিপ সম্পন্ন করে নকশা প্রণয়ন করা হয়েছে।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের কাছে নকশাটি হস্তান্তর করা হয়।
এ সময় ড্রোনের মাধ্যমে সম্পাদিত জরিপ কাজের ভিডিওচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। প্রকল্প এলাকার বাস্তব চিত্র, জমির সীমানা, রাস্তাঘাট, পুকুর, ডোবাসহ সব চিত্র নকশার মাধ্যমে উপস্থাপন করা হয়, যা পরবর্তীতে মাস্টার প্ল্যান তৈরির কাজে সহযোগী হবে।
উল্লেখ্য, পুরান ঢাকায় জায়গা সংকুলান না হওয়ায় কেরাণীগঞ্জের তেঘরিয়ায় প্রায় ২০০ একর জায়গায় আবাসিক হল, পর্যাপ্ত খোলা জায়গা নিয়ে অ্যাকাডেমিক ভবনসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
আবাসন সংকট কাটাতে বেদখল হল উদ্ধারের দাবিতে তুমুল আন্দোলনের মুখে ২০১৬ সালের সেপ্টেম্বরে জগন্নাথের নতুন ক্যাম্পাস অনুমোদন হয় মন্ত্রিসভায়।
নকশা হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস), প্রধান প্রকৌশলী, প্রক্টরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post