নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিচালিত গবেষণা কার্যক্রমের নৈতিকতা ও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ‘ইথিক্যাল রিভিউ বোর্ড’ গঠন করা হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চবি উপাচার্যের সম্মেলন কক্ষে এ বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় সততা, দক্ষতা, আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণা কার্যক্রমের নৈতিকতা ও গুণগত মানোন্নয়নের জন্য ‘ইথিক্যাল রিভিউ বোর্ড’ গঠন করা হয়েছে।
তিনি বলেন, এই বোর্ড গঠনের ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ত্বরান্বিত হবে এবং গবেষণার গুণগত মান ও নৈতিক ভিত্তি নিশ্চিত হবে।
ইথিক্যাল রিভিউ বোর্ড পরিচালনার জন্য নীতিমালা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এ সভায়। এছাড়া এ বিষয়ে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
ইথিক্যাল রিভিউ বোর্ডের সদস্য চবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ উন নবী, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইন, চবি গবেষণা ও প্রকাশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক সভায় উপস্থিত ছিলেন।
Discussion about this post