নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১১ মাস বন্ধের পর শুধুমাত্র মাস্টার্স ও অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার মাধ্যমে একাডেমিক কার্যক্রমে ফেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এবার শিক্ষার্থীদের আবাসিক হলগুলোও খোলার প্রস্তুতি নিচ্ছে শাবি প্রশাসন।
এ বিষয়ে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আগামী মাসে আমাদের হল খোলার প্রত্যাশা রয়েছে। বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ শতাংশের নিচে। তাছাড়া, সরকারও শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ভাবছেন। সরকার শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে আমার প্রত্যাশা। তবে, সরকার সিদ্ধান্ত না নিলে আমরা হল খুলতে পারব না।’
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলে গত বছরের ১৮ মার্চ হতে সব ধরণের ক্লাস পরীক্ষা বন্ধ করে দেয় শাবি প্রশাসন। তবে শিক্ষার্থীদের সেশনজট থেকে মুক্ত করতে গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় হল না খুলে দুইধাপে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথম ধাপের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৭ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের মাস্টার্স ও অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। যা চলতি মাসের (ফেব্রুয়ারি) ১৫ তারিখের মধ্যে শেষ হবে। আর, প্রথম ধাপের পরীক্ষা শেষ হলে, দ্বিতীয় ধাপে অন্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে।
Discussion about this post