শিক্ষার আলো ডেস্ক
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) চত্বরে কৃষিবিদ শিক্ষকদের উদ্যোগে ‘কৃষিবিদ দিবস-২০২১’ উদযাপন করা হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দিবসটি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে জাঁকজমকপূর্ণ আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন খুকৃবির মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ও নীল দলের আহ্বায়ক কৃষিবিদ ডা. মোহাম্মদ আশিকুল আলম এবং ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও নীল দলের সদস্য সচিব কৃষিবিদ ড. এম এ হান্নান-সহ উপস্থিত অন্য শিক্ষকরা। এ সময় উপস্থিত ছিলেন খুকৃবির শিক্ষক ও বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।
বক্তব্যে নীল দলের আহ্বায়ক কৃষিবিদ ড. মোহাম্মদ আশিকুল আলম ও সদস্য সচিব কৃষিবিদ ড. এম এ হান্নান বলেন, ‘বঙ্গবন্ধু খুব ভালো করেই জানতেন কৃষিপ্রধান দেশে কৃষির সম্পূর্ণ বিকাশ ও উৎকর্ষ ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাছাড়া, কৃষিপ্রধান বাংলাদেশের উন্নয়নের জন্য কৃষিবিদদের একটি সম্মানজনক অবস্থান প্রয়োজন। সে জন্য দেশের উন্নয়নের লক্ষ্যে চিকিৎসক ও প্রকৌশলীদের মতো ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেন। ’
সংক্ষিপ্ত আলোচনা শেষে খুকৃবির উত্তরোত্তর সাফল্য কামনায় ও বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর কৃষিবিদ প্রফেসর ড. মো. শহীদুর রহমান খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Discussion about this post