নিজস্ব প্রতিবেদক
মন্ত্রণালয় ও তার অধীনস্থ বিভিন্ন দফতরে কর্মরত ১ হাজার ৮৮৬ জনকে অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তালিকাভুক্তদের আগামী এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন দেয়া শুরু হবে বলে জানা গেছে।
গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে চিঠি দিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মাহবুবুর রশীদ। চিঠিতে বলা হয়, গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দফতরের কর্মরত ১৮৮৬ জনকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার জন্য অনুরোধ করা হলো।
এর আগে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকদের করোনাভাইরাসের টিকাগ্রহণের নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এলে সব বিদ্যালয় খুলে দেয়া হবে। বর্তমানে ভাইরাস থেকে মুক্ত থাকতে সব প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের টিকাগ্রহণ করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, ইতোমধ্যে শিক্ষকদের টিকা প্রদানে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী এক সপ্তাহ পর থেকে টিকাদান কার্যক্রম শুরু করা হবে। সব শিক্ষক-কর্মকর্তারা নির্ধারিত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকাগ্রহণ করবেন।
এতে আরও বলা হয়েছে, প্রতিদিন শিক্ষক-কর্মচারীদের মধ্যে কতজন টিকাগ্রহণ করছেন তার বিস্তারিত তথ্য নিয়মিত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ডিপিইতে পাঠাবে। শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে টিকাদান কার্যক্রমের তথ্য ডিপিইতে সংরক্ষণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও বলেন, কারা টিকা নিচ্ছে, কারা নিচ্ছে না, টিকা নেয়ার পর শিক্ষকদের কি অবস্থা এসব বিষয় জানতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে আগামী সপ্তাহ থেকে প্রাথমিক শিক্ষকদের কোভিড-১৯ টিকাদান শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয় ক্লিনিকে টিকা গ্রহণ করার পর এমন কথা বলেন।
Discussion about this post