শিক্ষার আলো ডেস্ক
গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট এবং সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সামনে অনশন কর্মসূচি পালন করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
পরে কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের আশ্বাসের প্রেক্ষিতে এ কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় মানবিক ইউনিটের সাথে বাংলা ইংরেজি ও আইসিটি পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করার সুযোগ এবং এ পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে সকাল ১০টা থেকে ইউজিসির সামনে বিভাগ পরবির্তনকারী শিক্ষার্থী ঐক্যের ব্যানারে অনশনে বসেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী ঐক্যের আহবায়ক মোহাম্মদ রাকিব হোসাইন বলেন, দুটি দাবি নিয়ে আমরা ইউজিসির সামনে কর্মসূচি পালন করি। এসময় ইউজিসি সচিব আমাদের সাথে দেখা করে দাবি দুটির যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, আমরা উনার কাছে স্মারকলিপি জমা দিয়েছি। এসময় উনি দাবিকে যৌক্তিক বলে সহমত পোষণ করেন এবং আগামী ১৭ ফেব্রুয়ারী গুচ্ছ কমিটির বোর্ড মিটিংয়ে উপস্থাপন করবেন বলেও আশ্বাস দেন। এরপর আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহর করি। আগামী ১৭ তারিখে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে তিনি জানান।
এদিকে, একইদিনে খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালন করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
Discussion about this post