নিউজ ডেস্ক
২৫ লাখ শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে যুক্ত করতে অনুদান দিয়েছে বিশ্বব্যাংক। করোনার ফলে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণ ও প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষা স্তর পর্যন্ত শিক্ষার্থীদের ভবিষ্যত সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণে অনুদান দিয়েছে বিশ্বব্যাংক।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে অনুদান চুক্তিসই হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন চুক্তিতে সই করেন।
প্রকল্পের আওতায় ৩৫টি বিষয়ের ওপর ডিজিটাল কনটেন্ট তৈরির মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ২৫ লাখ শিক্ষার্থীকে দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে।
Discussion about this post