নিজস্ব প্রতিবেদক
৪২ তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষায় গহনা, ব্রেসলেট পরে পরীক্ষার হলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পিসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহ্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল-ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড/ ক্রেডিট কার্ড সদৃশ কোনো বস্তু, গহনা, ব্রেসলেট ও ব্যাগসহ পরীক্ষা হলে প্রবেশ করা নিষেধ এবং শাস্তিযোগ্য অপরাধ।
প্রসঙ্গত, আগামী ২৬ ফেব্রুয়ারি ৪২তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিসিএসে ৩১ হাজারের বেশি আবেদন পড়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্র প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post