নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করোনাভাইরাস মহামারীর মধ্যে সবাইকে ঢাকায় না এনে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিল ।
আগামী ২১ মে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে শুরু হবে। আর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার (সাধারণ জ্ঞান) মাধ্যমে ৫ জুন শেষ হবে এবারের ঢাবির স্নাতক ভর্তি পরীক্ষা।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এবার ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে। সেক্ষেত্রে কেন্দ্রের চেয়ে পরীক্ষার্থী বেশি হলে ওইসব বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানেও কেন্দ্র করা হবে।
সভা শেষে ঢাবির ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বলেন, ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র হবে। ঢাকার বাহিরে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে। যদি সেখানে স্থান সংকুলান না হলে তার আশপাশে কেন্দ্র করা হবে।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Discussion about this post