শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর নীলক্ষেত মোড়ে পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছেন । পরে ইডেন কলেজের শিক্ষকরা এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করে।
ইডেন কলেজের এক ছাত্রী বলেন, আজকে কর্তৃপক্ষের আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি। আগামী শনিবার শিক্ষার্থীরা সাত কলেজের অধ্যক্ষদের ৫ দফা দাবি লিখিতভাবে দেবেন। আমাদের দাবি না মেনে নেয়া হলে রোববার থেকে নীলক্ষেতে টানা অবস্থান করবো।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, করোনার সময়ে নেটওয়ার্ক দূর্বলতা ও ডিভাইস না থাকায় অনেক শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে পারেনি। ফলে ২০১৭-১৮, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের ফল বিপর্যয় ঘটেছে। এই সেশনের শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দিয়ে বিশেষ পরীক্ষা নেয়ার দাবি তাদের।
শিক্ষার্থীরা বলেন, সিলেবাস না কমিয়ে ও নম্বর পদ্ধতির পরিবর্তন না করে ৪ ঘন্টা সময়ে ৮০ নম্বরের যে পরীক্ষা নেয়া হতো তা ২ ঘন্টায় নেয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীরা উত্তর লেখায় পর্যাপ্ত সময় পাচ্ছে না। আবার এই সময়ে শিক্ষার্থীরা ও তাদের পরিবার আর্থিক সংকটে আছে, এই অবস্থার বিবেচনা না করে শিক্ষার্থদের কাছ থেকে ভর্তি ফি, হল ফিসহ ফরম ফিলাপের জন্য মোটা অংকের টাকা নেয়া হচ্ছে।
শিক্ষার্থীদের দাবিগুলো হল- ২০১৭-১৮, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অকৃতকার্য ও মানোন্নয়ন শিক্ষার্থীদের পরীক্ষা পর্যাপ্ত সময় দিয়ে নিতে হবে, করোনার সময়ে সিলেবাস সংক্ষিপ্ত ও নম্বর পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে, মহামারি পরিস্থিতিতে ভর্তি ফি মওকুফ করতে হবে, অবিলম্বে হল খুলে দিয়ে পরীক্ষা নিতে হবে এবং স্নাতক রেজিষ্ট্রেশনের মেয়াদ ৭ বছর ঘোষণা করতে হবে।
Discussion about this post