নিজস্ব প্রতিবেদক
যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নিয়োগের জন্য প্যানেল চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে প্যানেলের প্রস্তাব চেয়ে আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
আদেশে বলা হয়, ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৩১, ৩২ ও ৩৩ ধারা অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নিয়োগের বিধান রয়েছে।
উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া প্রস্তাব যাচাই-বাছাই করে অনেক ক্ষেত্রে আইনে বর্ণিত প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকায় পুনরায় প্যানেল প্রস্তাব পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করা হয়। এতে সময়ক্ষেপণ হয় এবং প্রস্তাবিত পদে নিয়োগ কার্যক্রম বিঘ্নিত হয়।
এমতাবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৩১, ৩২ ও ৩৩ ধারা অনুযায়ী উল্লিখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের প্যানেল প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
Discussion about this post