শিক্ষার আলো ডেস্ক
হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ায় ভিসি ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে তারা এ অবস্থান কর্মসূচি নেয় এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।
হল বন্ধ রেখে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ হতে দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু করতে যাচ্ছে শাবি প্রশাসন। ফলে, হলের বাইরে থেকে পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থীরা বিভিন্ন রকম ভোগান্তির শিকার হওয়ায় একপর্যায়ে তারা হল খোলার দাবিতে এ অবস্থান কর্মসূচি নেয়।
এ সময়, ‘একশন একশন, ডাইরেক্ট একশন’, ‘এক দফা এক দাবি হল খুলে পরীক্ষা হোক’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
উল্লেখ্য, এর আগে হল বন্ধ রেখে গত ১৭ জানুয়ারী হতে মাস্টার্স ও অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের প্রথম ধাপের পরীক্ষা নেয় শাবি প্রশাসন। যেখানে প্রথম ধাপের পরীক্ষায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
Discussion about this post