নিউজ ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২১) বিকেলে আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৫৯।
এর আগে শনিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় মামলা করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ বলেন, ‘বিকেলের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাতানামাদের আসামি করে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’
এর আগে রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার আল্টিমেটামও দেয়া হয়েছিল।
Discussion about this post