নিজস্ব প্রতিবেদক
যথাযথ মর্যাদায় সাদার্ন ইউনিভার্সিটি পালন করলো আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস—২০২১। অমর ২১ শে উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ এবং বিশেষ আলোচনা সভা। করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে এবার ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফার সভাপতিত্বে আয়োজিত আলোচনায় অনলাইনে যুক্ত হন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, বিভিন্ন বিভাগের উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকতার্রা।
আলোচনায় সভায় বক্তারা বলেন, বাংলা আমাদের অহংকার কারণ এই ভাষার মাধ্যমে আমরা বিশ্বের কাছে বীরের জাতি হিসেবে পরিচিতি পেয়েছি। স্বাধীনতার সূচনায় হয়েছিলো মহান ৫২’র ভাষা আন্দোলনের মাধ্যমে। পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা নিজ মাতৃভাষার জন্য জীবন দেওয়া। আমাদের সকলের উচিৎ শুদ্ধভাবে বাংলা ভাষাকে উপস্থাপন করা, আগে নিজের ভাষাকে ভালো করে শিখে তবেই অন্য ভাষার চচার্ করা। বিশেষ বিশেষ দিবস পালনের উদ্দেশ্যে হলো বর্তমান শিক্ষার্থীদের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা। সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতে পারলে তবেই বীর শহীদদের আত্মত্যাগের মযার্দা অক্ষুন্ন থাকবে।
তাঁরা আরও বলেন, একুশ একটি চেতনা ও অনুপ্রেরণার নাম যা আমাদেরকে অধিকার আদায়ের পথ দেখিয়ে ছিল। আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেইসব বীরদের যােঁদর আত্মত্যাগেই আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। আমাদের উচিৎ একুশের চেতনাকে ধারণ করে দেশের কল্যাণে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা। এই ভাষাকে বিশ্বের কাছে সমুন্নত রাখতে আমাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় বাংলা পৃথিবীর বুকে একটি গুরুত্বপূর্ণ বহুজাতিক ভাষা হিসেবে স্থান করে নেবে।
পরে বীর শহীদ ও করোনা ভাইরাসে মূত্যুবরণকারী সকলের আত্মার মাগফেরাত এবং করোনা মহামারি থেকে মুক্তি, দেশ, জাতি, প্রতিষ্ঠানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Discussion about this post