দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, হল খুলে দেয়ার আগে আবাসিক হলের সব শিক্ষার্থীকে টিকা দেয়ার সিদ্ধান্তও হয়েছে। বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার আগে অনলাইনেই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তবে এ সময় কোনো পরীক্ষা নেয়া হবে না বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পরই নেয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
এদিকে, আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে সরব হয়ে উঠেছে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
করোনা মহামারির কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৫শে মার্চ থেকে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের প্রায় সবাই নিজ বাড়িতে চলে যান।
Discussion about this post