নিজস্ব প্রতিবেদক
শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে যথযোগ্য মর্যাদায় ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (ইউসিটিসি)-তে মহান ভাষা ও শহীদ দিবস ২০২১ উদযাপিত হয়।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মাধ্যমে শহীদ দিবসের অনুষ্ঠান শুরু হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে আলোচনা অনুষ্ঠান হয় যেখানে সম্মানিত বক্তাগণ মহান একুশে ফেব্রুয়ারির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জ্ঞানগর্ভ বক্তব্য উপস্থাপন করেন। সভায় বক্তারা বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহীদ দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ ও বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বক্তাগণ বলেন, বাংলাদেশের সমস্ত আন্দোলনের মূল চেতনা একুশে ফেব্রুয়ারি। তখন থেকেই বাঙালি উপলব্ধি করেছিল তার বাঙালি জাতীয়তাবোধ, তার সংস্কৃতির অতন্দ্র প্রহরী। এই সংগ্রামী চেতনাই বাংলার সাংস্কৃতিক আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন এই দু’ধারাকে একসূত্রে গ্রথিত করে মুক্তিসংগ্রামের মোহনায় এনে দিয়েছে। আর এই পরিপ্রেক্ষিতেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়েছে। একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। একুশের চেতনাই বাঙালি জাতিকে দিয়েছে অন্যায়, অবিচার, অত্যাচার, শোষণের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের প্রেরণা। ভাষা আন্দোলন জাতীয়তাবাদের প্রথম উন্মেষ।
এখন সকলের কর্তব্য বাংলাভাষা চর্চার মাধ্যমে উন্নত জাতি হিসেবে নিজেকে দাঁড় করানো। এ দ্বারা আমরা প্রমাণ করতে পারব মাতৃভাষার প্রতি আমাদের মমতা আছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ইউনুস, উপ উপাচার্য অধ্যাপক ডঃ জাহিদ হোসেন শরিফ ,রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন আহমেদ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
Discussion about this post