শিক্ষার আলো ডেস্ক
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হল ও ক্যাম্পাস খোলার দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে পূর্বঘোষিত কর্মসূচি চলাকালে এ সিদ্ধান্ত জানান শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের পক্ষে খাইরুল ইসলাম দুখু বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছি। আর করোনার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থাও অনেকটা নাজুক হয়ে গেছে। ফলে আমাদের আর মেসে থাকা সম্ভব হচ্ছে না। আমরা ক্লাসে ফিরতে চাই।’
খাইরুল আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে এবং আমরা জানি আগামীকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আলোচনায় বসবে। আমরা আশা করছি সেখানে ফেব্রুয়ারির মধ্যে হল খোলার একটা সিদ্ধান্ত আসতে পারে। যদি সেখানে যৌক্তিক কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আমরা ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। সেদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি মিটিং আছে। সেখানেও যদি কোনো যৌক্তিক সিদ্ধান্ত না আসে তাহলে ২৫ ফেব্রুয়ারি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।’
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
Discussion about this post