নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান ও অনুষ্ঠিতব্য বিভিন্ন বিভাগের সকল পরীক্ষাসূমহ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামের সম্মতিক্রমে ও সরকরি সিদ্ধান্তের আলোকে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষাসূমহ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে চলমান ও অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা বন্ধ থাকবে।
এর আগে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে আগামী ১৭ মে হল ও ২৪ মে থেকে সশরীরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময়ে কোন ধরনের একাডেমিক পরীক্ষাও নেওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি।
এর আগে, রবিবার (২১ ফেব্রুয়ারি) হল ও ক্যাম্পাস খোলার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় সোমবার হল খোলা না পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
Discussion about this post