নিজস্ব প্রতিবেদক
৪০, ৪১ ও ৪৩তম বিসিএসের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
দেশের সব বিশ্ববিদ্যালয় ২৪ মে খোলা হবে এবং এর আগে কোনো পরীক্ষা নেওয়া যাবে না বলে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
সংবাদ সম্মেলনে বিসিএসের আবেদন ও পরীক্ষার তারিখ বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সামঞ্জস্য রেখে পিছিয়ে দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
তবে কততম বিসিএসের আবেদন ও পরীক্ষার তারিখ পেছানো হবে তা স্পষ্ট করে বলেননি শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, ৪০, ৪১ ও ৪৩তম বিসিএসের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে পিএসসি সূত্র জানায়, যথা সময়ে বিসিএস পরীক্ষা নেওয়া হবে। স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়ার পূর্ণাঙ্গ এখতিয়ার রয়েছে পিএসসসির।
Discussion about this post