নিজস্ব প্রতিবেদক
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগে চলমান সব ধরনের একাডেমি পরীক্ষা স্থগিত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সংক্রান্ত মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন প্রকাশিত হলে সে বিষয়ে নোটিশ প্রদান করা হবে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকার যে সিদ্ধান্ত দিবে সবাইকে তা মানতে হবে। যেহেতু শিক্ষার্থীরা হলে থাকা ছাড়া পরীক্ষা দিতে পারছে না, তাই সব পরীক্ষা স্থগিত করা হবে।
প্রজ্ঞাপনটা পাওয়ার পর আমরা এই বিষয়ে নোটিশ দেবো। বিশ্ববিদ্যালয় খোলার পর পরবর্তীতে পরীক্ষা নেওয়া হবে বলেও তিনি জানান।
এর আগে গত ১৫ নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় অসমাপ্ত পরীক্ষা দ্রুত নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Discussion about this post