নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই নোটিশে বলা হয়, “অনিবার্য কারণবশত: আগামী ২৬ এবং ২৭ তারিখে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর ভর্তি পরীক্ষা (২০২০-২১) আপাতত: স্থগিত করা হয়েছে। পরিবর্তীত তারিখ যথাসময়ে আপনাদেরকে জানানো হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”
এর আগে গত শনিবার (২০ ফেব্রুয়ারি) বিইউপির ওয়েবসাইটে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছিল। প্রকাশিত তালিকায় দেখা গেছে, আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৭৭ হাজার ৩১৩ জনকে শর্টলিস্টেড করা হয়েছে। তারাই ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় বসতে পারবে।
এবার সায়েন্স ও টেকনোলজি অনুষদে ২৩ হাজার ২৪৭ জন, বিজনেস স্টাডিজ অনুষদে ১১ হাজার ৭১৬ জন, আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদে ২০ হাজার ৯৩২ জন এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে ২১ হাজার ৪১৮ জন যোগ্য প্রার্থীর তালিকায় স্থান পেয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
Discussion about this post