নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব বিভাগের চলমান ও অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কোভিড ১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের ৪৫তম একাডেমিক কাউন্সিলের সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
তবে বিজ্ঞপ্তিতে আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়ের হল এবং ২৪ মে পাঠদান কার্যক্রম শুরু হওয়ার কথা উল্লেখ করা হলেও চলমান ও অনুষ্ঠিতব্য পরীক্ষা কবে নাগাদ শুরু হবে তা স্পষ্ট করে বলা হয়নি।
শিক্ষামন্ত্রীর বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে দেওয়া নির্দেশনার প্রেক্ষিতে অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত নিচ্ছে।
Discussion about this post