নিজস্ব প্রতিবেদক
প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষকদের নিয়ে বিভিন্ন শিক্ষা কার্যক্রম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটির হাজারী গলি ভবনের সেমিনার কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. অনুপম সেন বলেন, আমাদের শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা সন্তানতুল্য। প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষকরা একথা হৃদয়ে লালন করে সবসময় শিক্ষার্থীদের পাঠদান করেন। একারণে অসংখ্য শিক্ষার্থী এই বিভাগ থেকে আইন বিষয়ে অসাধারণ জ্ঞান ও পারদর্শিতা অর্জন করে বাংলাদেশ ও বাইরের অনেক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে কাজ করছেন।
তিনি বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে পাস করা ২৫ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতা করছেন। ১৯ জন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে বিচারক হিসেবে কর্মরত আছেন। সুপ্রিম কোর্টে প্রায় ২৫০ জনসহ বিভিন্ন কোর্টে আট শতাধিক শিক্ষার্থী আইনজীবী হিসেবে কাজ করছেন। এই সাফল্য প্রমাণ করে, এই ইউনিভার্সিটির আইন বিভাগ একটি অসাধারণ ঋদ্ধ বিভাগ।
সভ্যতার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনের গুরুত্ব অসীম উল্লেখ করে তিনি বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের এই ব্যাপারটি অনুধাবন করে বর্তমান বিশ্বে জ্ঞান ও প্রযুক্তির যে-অনন্য সাধারণ অগ্রগতি হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের আইনের নতুন দিগন্তের সন্ধান দিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর আবদুল্লাহ আল ফারুক, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী এবং আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী।
Discussion about this post