জানা যায়, প্রেসিডেন্ট রোভার স্কাউট এ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজার ১৫০ কি.মি. পথ পরিভ্রমণ করেন তারা। যাত্রাপথে তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে জনসচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন করেন। এছাড়া তাদের প্রত্যেকে আলাদা আলাদা স্লোগানে বিভিন্ন সচেতনামূলক কর্মসূচী পালন করেন।
চবির রোভার স্কাউট দলের সম্পাদক ও সিনিয়র রোভার মেট মো. বিল্লাল হোসাইন বলেন, ‘পাঁচ দিনে এই যাত্রা যেমন কষ্টের ছিল তেমনি আনন্দদায়ক ও শিক্ষণীয় ছিল। আমরা চট্টগ্রাম কলেজ থেকে এই যাত্রা শুরু করেছিলাম। রাতে বিভিন্ন জায়গায় থেকেছি। অনেক সিনিয়র আমাদের যাত্রাপথে সহায়তা করেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
এদিকে বুধবার (২৪ ফেব্রুয়ারি) চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সাথে সাক্ষাৎ করেছেন রোভার স্কাউটের ওই চার সদস্য।
এসময় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, ‘দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে রোভার স্কাউটের সদস্যবৃন্দ আর্ত মানবতার সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এছাড়া দেশের বিভিন্ন জনহিতকর কাজে রোভার স্কাউটদের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।’
উপাচার্য চবি রোভার স্কাউট গ্রুপের সদস্যদের লেখাপড়ার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যে আলোকিত মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বানও জানান।
Discussion about this post