শিক্ষার আলো ডেস্ক
অধ্যাপক ছাড়াই বছরের পর বছর চলছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১০টি বিভাগ। একজন অধ্যাপক দিয়ে চলছে ৮ বিভাগ।
২০ বছর বয়সী এ বিশ্ববিদ্যালয়ের মোট ৪৫ টি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ২৩ বিষয়ে ডিগ্রী দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছে ৩০৯ জন। মোট শিক্ষকের মধ্যে অধ্যাপক রয়েছেন মাত্র ৯৭ জন। পর্যাপ্ত অধ্যাপক ও শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে বিভাগগুলোর গবেষণা খাত এবং সঠিক সময়ে ক্লাস, পরীক্ষা ও ফলাফল না হওয়ায় শিক্ষার্থীদের পড়তে হচ্ছে সেশনজটে ।
জানা যায়, অধ্যাপকশূণ্য রয়েছে, কৃষি অনুষদের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ, সিএসই অনুষদের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ও মার্কেটিং বিভাগ, ইঞ্জিনিয়ারিং অনুষদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফুট সাইন্স এন্ড নিউট্রিশন বিভাগ এবং সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের সমাজবিজ্ঞান বিভাগ।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘পর্যাপ্ত শিক্ষক না থাকায় আমাদের নিয়মিত ক্লাস এবং সঠিক সময়ে পরীক্ষা ও রেজাল্ট হচ্ছে না। এজন্য আমাদের ৪ বছরের স্নাতক শেষ করতে ৫ বছরও বেশি সময় লাগছে।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘অধ্যাপক না থাকায় আমাদের গবেষণার কাজে সমস্যায় পড়তে হয় নিয়মিত। এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো ফজলুল হক বলেন, ‘নতুন বিভাগ খোলার পর সরাসরি অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া একটু জটিল। ইউজিসি থেকে অনুমতি পেতে সমস্যা এবং অধ্যাপকগণ তার নিজ কর্মস্থল থেকে নতুন কর্মস্থলে আসতে চায় না।’
তিনি আরও বলেন, ‘আমিও মানি বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত শিক্ষক এবং অধ্যাপক না থাকায় শিক্ষার্থীদের গবেষণার কাজে সমস্যায় পড়তে হয়। তবে শিক্ষার্থীরা চাইলেই অন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর অধীনে তার গবেষণার কাজ করতে পারবে।’
Discussion about this post