নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ, ইনস্টিটিউট এবং জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এমফিল-পিএচডি প্রোগ্রামে ভর্তির জন্য এ আবেদন শুরু হয়েছে।
আবেদন প্রক্রিয়া:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এমফিল ও পিএইচডি উভয় ক্ষেত্রে ফি বাবদ গবেষণাবৃত্তিসহ ৭০০ টাকা এবং গবেষণাবৃত্তি ছাড়া ৫০০ টাকার অগ্রণী বা জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে ইস্যুকৃত রেজিস্ট্রার বরাবর ব্যাংক বা ড্রাফট বা পে-অর্ডারসহ আবেদন ফরম ৫ এপিলের মধ্যে উচ্চ শিক্ষা ও গবেষণা শাখায় জমা দিতে হবে।
অসম্পূর্ণ এবং নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান জানান, এমফিল বা পিএচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.cu.ac.bd) অথবা ভবনের উচ্চ শিক্ষা ও গবেষণা শাখা থেকে জানা যাবে।
Discussion about this post