শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে সকালে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ১০ জনকে পুলিশ আটক করে। এরপর তারা এর আশপাশে অবস্থান নেয়।
আটককৃতদের ব্যাপারে রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘তারা আসলেই শিক্ষার্থী কিনা আমাদের সন্দেহ। আমাদের কাছে খবর এসেছে এরা অনুপ্রবেশকারী। আমরা যাচাই-বাছাই করে তাদের ছেড়ে দেব। আর শেষে যাকে আটক করা হয়েছে সে যে বহিরাগত সেটা আপনারাও বলছেন।’
তবে শিক্ষার্থীরা বলেন, ‘আটকৃতদের না ছাড়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। ছেড়ে দিলে আমরা ভিসি বরাবর স্মারকলিপি দেব। আর যদি আমাদের দাবি না মানা হয় আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব।’
তেজগাঁও কলেজের শিক্ষার্থী মামুনুর রহমান বলেন, ‘আমাদের মধ্য থেকে ১০ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আমাদের দাবি হচ্ছে তাদের এখনই ছাড়তে হবে এবং চলমান পরীক্ষা ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে।’
এদিকে, বেলা দেড়টার পর সেখান থেকে সরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেন। তবে এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশের বাধায় তারা সেখানে বেশিক্ষণ অবস্থান করতে পারেনি।
পরে সেখান থেকে তারা সরে গিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। এসময় আন্দোলনকারীদের পক্ষে এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি মানা না হলে এবং আটককৃতদের ছেড়ে দেওয়া না হলে আগামী রবিবার থেকে কঠোর আন্দোলন করা হবে। এসময় তিনি আজকের মতো আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।
Discussion about this post