নিজস্ব প্রতিবেদক
পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের কারণে পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের পরীক্ষা পেছানো হয়েছে।
আজ বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি ও শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের নিয়মিত-অনিয়মিত পরীক্ষা পঞ্চম ধাপের পৌর নির্বাচনের জন্য পিছিয়ে দেয়া হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারির সকাল ১০টার পরীক্ষা আগামী ৬ মার্চ সকাল ১০টায় এবং ২৮ ফ্রেব্রুয়ারি বিকাল ২টার পরীক্ষা আগামী ৬ মার্চ বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।
Discussion about this post