নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামী ২ বছরের জন্য নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের আদেশক্রমে রেজিস্টার কর্তৃক একটি লিখিত আদেশনামায় এটি নিশ্চিত হওয়া গেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে তিনি দায়িত্বে নিযুক্ত হবেন বলেও আদেশনামায় উল্লেখ রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে ড. মহির বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেক্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, সহকারী প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক আশরাফুল হক হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ড. মহির ২০০০ সালে বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
Discussion about this post