নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ৭ আর ই ব্যাটালিয়ন কাপ্তাই জোনের আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাই ক্যাম্পাস থেকে প্রতিযোগিতা শুরু হয়। পরে বানৌজা শহীদ মোয়াজ্জম গেইটে গিয়ে পুনরায় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে এসে শেষ হয়।
অনুষ্ঠানে ৭ আর ই ব্যাটালিয়ন কাপ্তাই জোনের মেজর ফেরদৌসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ আর ই ব্যাটালিয়ন কাপ্তাই জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিনুল আলম, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য ব্যক্তিবর্গরা।
এসময় নারী-পুরুষ প্রথম ৩ জন প্রতিযোগী সহ ৫০০ জন প্রতিযোগীকে গেঞ্জি ও সনদপত্র প্রদান করা হয়।
Discussion about this post