নিজস্ব প্রতিবেদক
ঢাকা ইউনিভার্সিটি (ঢাবি) অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ কর্তৃক ছয় তলা বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার করার প্রস্তাব বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট প্রাথমিকভাবে গ্রহণ করেছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রস্তাব গ্রহণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য বলেন, আমরা নামকরণের বিষয়ে সংশোধনী দিয়েছি। আর চার তলাকে ছয় তলা করতে বলেছি।
Discussion about this post