নিজস্ব প্রতিবেদক
করোনার ভ্যাকসিন পেতে শিক্ষার্থীদের জন্মসনদ বা জাতীয় পরিচয় পত্রের স্ক্যান করা ছবি হাউজ টিউটরের মেইলে পাঠানোর নির্দেশ দিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।
গতকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের হাউজ টিউটর অধ্যাপক সজীব ত্রিপুরা। এর আগে এ বিষয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।
অধ্যাপক সজীব ত্রিপুরা বলেন, করোনা ভ্যাকসিন পেতে ইতিমধ্যে আবাসিক শিক্ষার্থীদের আগামী ২ মার্চের মধ্যে জন্মসনদ বা জাতীয় পরিচয় পত্রের স্ক্যান করা ছবি sajibtripura1987@gmail.com এ ঠিকানায় পাঠাতে হবে।
তিনি বলেন, তবে কবে নাগাদ শিক্ষার্থীরা করােনা ভ্যাকসিন পাবেন এটি নিশ্চিত করে বলা যায় না। নিবন্ধন কার্যক্রম শেষ হলেই এর চূড়ান্ত তারিখ জানা যাবে। আমরা আগেই শিক্ষার্থীদের পরিচয়পত্র নিয়ে কাজ এগিয়ে রাখছি। যাতে করে টিকা আসলেই আমরা তাদের মাঝে বিতরণ করতে পারি।
Discussion about this post