শিক্ষার আলো ডেস্ক
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে কর্মসূচি ঘোষণা করেছেন আইডিইবি নেতারা।
মঙ্গলবার (২ মার্চ) কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করা হয়।
তিনি আরও বলেন, প্রত্যেক জেলা শহরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে। এরপরও দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবিগুলো হচ্ছে- প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রাথমিক নিযুক্তিকালে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকেও ১টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান করা। এছাড়া সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও সরকারি মালিকানাধীন কোম্পানিসমূহে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/উপ-বিভাগীয় প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতির কোটা ৫০ শতাংশ নির্ধারণসহ সর্বোচ্চ পদ পর্যন্ত পদোন্নতি করা।
তাদের আরও দাবি হলো- পলিটেকনিক, টিএসসি, এসএসসি (ভোক) এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন টিটিসির শিক্ষক-কর্মচারীর শূন্য পদ পূরণসহ শিক্ষক সংকট নিরসন, কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা ও বৃত্তির টাকা আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের পুরোপুরি বাস্তবায়ন, সরকারি মালিকানাধীন বিভিন্ন কোম্পানি, বেসরকারি সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়াধীন বিভিন্ন সংস্থায় বেসামরিক পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদমর্যাদা প্রদান ও বেতন বৈষম্য নিরসন করা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইনস্টিটিউশনের সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।
Discussion about this post