নিজস্ব প্রতিবেদক
আগামী ২ এপ্রিল নির্ধারিত সময়েই চলতি বছরের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার (৫ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, এই পরীক্ষা আগামী ঈদুল ফিতরের পর নেওয়ার দাবি জানিয়েছে আন্দোলন করছেন ভর্তিচ্ছুরা। তাদের মতে, দেশের বর্তমান করোনাভাইরাসের পরিস্থিতিতে আগামী ২ এপ্রিল মেডিকেলের ভর্তি পরীক্ষা নেওয়া হলে তাদের এবং অভিভাবকদের জীবন ঝুঁকিতে পড়বে।
তবে অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির বলেন, বর্তমানে দেশে এখন অনেকটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি সারাদেশে করোনা টিকা কার্যক্রমও চলছে। এর চেয়ে খারাপ অবস্থাতেও আমাদের মেডিকেল শিক্ষার্থীরা বসে থাকেনি। তাই পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, অন্যান্য সময় অক্টোবর-নভেম্বরে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে যায়। এ বছর করোনার কারণে তারিখ এমনিতেই অনেকটা পিছিয়ে গেছে। এ অবস্থায় আমি বলতে পারি, মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সম্ভাবনা খুবই কম।
এদিকে, বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ঈদুল ফিতরের পর এ পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিন রাজশাহী, চট্টগ্রামসহ বেশ কয়েকটি বিভাগীয় শহরে এই কর্মসূচি পালিত হয়।
Discussion about this post