নিজস্ব প্রতিবেদক
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ল্যাব ও সকল ধরনের পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। রবিবার (৭ মার্চ) অধ্যয়নরত শিক্ষার্থীদের অবিলম্বে সব ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ব্যতীত ল্যাব ও সকল ধরনের পরীক্ষা আগামী ২৩ মে ২০২১ পর্যন্ত বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটির কপি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার কর্তৃক প্রেরণ করা হয়েছে।
Discussion about this post