নিজস্ব প্রতিবেদক
বেসরকারি জীবন বীমা কোম্পানিগুলো চালু হওয়া বঙ্গবন্ধু শিক্ষা বীমা পলিসি বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছে। গত রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এ বিষয়ে একটি চিঠি দিয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
এ বিষয়ে বিআইএ সভাপতি শেখ কবির হোসেন বলেন, ‘১ মার্চ শিক্ষা বীমার প্রকল্প উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে এককভাবে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনকে (জেবিসি)। কিন্তু আমার মনে হয়, এই সুযোগ সব বেসরকারি বীমা কোম্পানিকে দেওয়া উচিত।
একটি প্রকল্প শুধু একটি কোম্পানি করতে পারবে, অন্য কোম্পানি করতে পারবে না, এটি সঠিক নয়। সব বীমা কোম্পানিকে এর আওতায় নিয়ে আসা উচিত বলে আমি মনে করি।’ তিনি আরো বলেন, দেশের সরকারি জীবন বীমা কোম্পানি এত বড় প্রকল্প কিভাবে তত্ত্বাবধান করবে? বরং অন্যান্য বেসরকারি বীমা কোম্পানিকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে।
প্রকল্পটি সরকারি-বেসরকারি কম্পানিগুলো একত্রে পরিচালনা করলে তা ফলপ্রসূ হবে বলে আশা করছি।’
Discussion about this post