নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ওয়েবসাইট ফের সচল হয়েছে। সোমবার (৮ মার্চ) রাতে জটিলতায় ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল। আবেদন প্রক্রিয়ায় সমস্যার বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ আসার পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছিলেন।
এদিকে আজ মঙ্গলবার (৯ মার্চ) সকালে ওয়েবসাইটে গিয়ে সচল অবস্থায় পাওয়া যায়। সেখানে প্রত্যেক ইউনিটের জন্য আলাদা করে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আবেদনের ধাপ পরীক্ষার অঞ্চল এবং গুরুত্বপূর্ণ তারিখসমূহ উল্লেখ রয়েছে। শিক্ষার্থীদের ওয়েবসাইটের নির্দেশনা বিস্তারিত সতর্কতার সঙ্গে পড়ে আবেদন করতে হবে।
সোমবার বিকেল ৫টায় আবেদন প্রক্রিয়া উদ্বোধন করেন ঢাবি ভিসি ড. মো. আখতারুজ্জামান। ওয়েবসাইটের জটিলতা ঠিক হওয়ার পর পুনরায় চালু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd/) মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
Discussion about this post