নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আবেদনের সময়সীমা শেষ হয়েছে। যারা দুইবার আবেদন করেছেন তাদের দ্বিতীয় আবেদনে দেয়া কেন্দ্রেই পরীক্ষার সিট পড়বে বলে জানা গেছে।
মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার অনেক শিক্ষার্থী ডাবল আবেদন করেছেন। যারা দুইবার আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে দ্বিতীয়বার আবেদনের সময় দেয়া কেন্দ্রে পরীক্ষার সিট ফেলানোর বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল (মঙ্গলবার) ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক বৈঠকে পরীক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া যারা দ্বিতীয়বার আবেদন করেছেন তাদের দ্বিতীয় আবেদনের সময় যে কেন্দ্র দিয়েছে সেখানেই সিট ফেলানোর বিষয়ে মৌখিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে নির্ধারিত সময়েই ভর্তি আয়োজন করা হবে জানিয়ে ভর্তিচ্ছুদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ডা. এ কে এম আহসান হাবীব।
তিনি বলেন, মঙ্গলবার (৯ মার্চ) ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে পরীক্ষা পেছানোর বিষয়ে অনানুষ্ঠানিকভাবে কথা হয়েছে। তবে পরীক্ষা পেছানোর কোনো যৌক্তিকতা নেই। ফলে যথা সময়েই পরীক্ষা আয়োজনের বিষয়ে মত দিয়েছেন সবাই। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, এবার পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখারও একটা বিষয় আছে। তাই কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। পূর্বে ৪৬টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের কথা থাকলেও এবার সেটি বাড়িয়ে ৫৪টি করা হয়েছে।
Discussion about this post