নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ২৯ এপ্রিল তাকে অতিরিক্ত এই দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (পাবলিক বিশ্ববিদ্যালয়) মো. নূর ই আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
এতে আরও বলা হয়, একই দিনে অফিস সময়ে উপাচার্য পদে যোগদানের অনুমতি এবং শিরীন আখতার তার অনুপস্থিতিতিতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিককে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্যকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীন আখতারের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে এক ধরনের গুঞ্জন তৈরি হয়। এটিকে আমলে নিয়ে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
Discussion about this post