শিক্ষার আলো ডেস্ক
‘ইংলিশ জুবিলী লিটফেস্ট’ শিরোনামে একটি অনলাইন সাহিত্য উৎসবের আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ। তিন দিনব্যাপী এই সাহিত্য উৎসব শুরু হবে কাল শুক্রবার।
সবার জন্য উন্মুক্ত এই সাহিত্য উৎসবে থাকছে বাংলা ও ইংরেজী ভাষায় ১৮টি আকর্ষণীয় সেশন যার মধ্যে ১৩টি সেশনজুড়ে থাকবে সাম্প্রতিক শিল্প-সাহিত্য-সংস্কৃতি, কবিতা, চলচ্চিত্র, সঙ্গীত নিয়ে আলাপন। দেশ-বিদেশের ৪০ জনেরও বেশি লেখক, গবেষক, পণ্ডিত, অনুবাদক, চলচ্চিত্র পরিচালক ও তরুণ প্রতিভাবান ব্যক্তি এই লিটফেস্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
উৎসবের প্রথমদিন রাত ১১টায় একটি অনলাইন নাটক পরিবেশন করবে ভারতের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব। এছাড়া, উৎসবের তৃতীয় দিন ১৪ মার্চ থাকছে রিকশা-আর্ট এর উপর একটি তথ্যচিত্র উপস্থাপন।
Discussion about this post